ঢাকা, ১২ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২৮ শ্রাবণ ১৪৩২
good-food
২১৩

বাংলাদেশে সব মার্কিন সহায়তা বন্ধ: ইউএসএআইডি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৯ ২৬ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)। রবিবার (২৬ জানুয়ারি) সংস্থাটির এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে সই করেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন।

 

ইতোমধ্যে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশনায় বাংলাদেশে সহায়তা দান স্থগিত করেছে ইউএসএইড।  
 

এ সংক্রান্ত এক গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা ও অনুমোদিত না হওয়া পর্যন্ত অর্থ ছাড় দেয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হলো।  এই চিঠি সব  ইউএসএইড বাংলাদেশের অংশীদারদের জন্য। তাদের চুক্তি, টাস্ক অর্ডার, অনুদান, সমবায় চুক্তি বা সহায়তা সংক্রান্ত যেকোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর