ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
২৯১

ভাষার মাসে হিন্দি গানে ছাত্রীদের সঙ্গে নেচে ভাইরাল অধ্যক্ষ(ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ২০ ফেব্রুয়ারি ২০২০  

ভাষার মাসে হিন্দি গানের তালে- লয়ে ছাত্রীদের সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন মো. আলাউদ্দিন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ। টুপি পরে তার নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
গত শনিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত বসন্তবরণ অনুষ্ঠানে ছাত্রীদের নিয়ে হিন্দি গানের সঙ্গে আলাউদ্দিনের নাচের সময় ভিডিওটি করা হয়। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, পাঞ্জাবি আর টুপি পরে অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে নাচছেন।
এ ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, ভাষার মাসে হিন্দি গানের সঙ্গে অধ্যক্ষের নাচা উচিত হয়নি।
এমন পরিস্থিতিতে মো. আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ছাত্রীদের অনেক অনুরোধ ও চাপাচাপিতে একপ্রকার বাধ্য হয়ে নেচেছি আমি।
কলেজটির সভাপতি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, বসন্তবরণ উৎসবে আলোচনা পর্বে অংশ নিয়েছিলাম আমি। নাচের ঘটনাটি ঘটেছে সাংস্কৃতিক পরিবেশনা পর্বে।