ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮৩৬

ভিপি নুরকে ছাত্রলীগের ধাওয়া, আহত ছাত্রদলের তৌহিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ১২ মার্চ ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে যান নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

ক্যাম্পাসে প্রবেশের পর টিএসসি প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুর। তবে তিনি ও তার সমর্থকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এসময় নুর সমর্থকরা টিএসসির ভেতরে ঢুকে পড়েন। কিন্তু ভিপিকে বাঁচাতে গিয়ে আহত হন ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী তৌহিদুল ইসলাম।

ধাওয়ার বিষয়ে ছাত্র ফেডারেশন সমর্থিত স্বতন্ত্র জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির বলেন, মিছিল শেষে জড়ো হয়েছিলাম আমরা। ওই সময় মিডিয়ার সঙ্গে কথা বলতে সেখানে আসেন নুর। ঠিক তখনই ছাত্রলীগের কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

দীর্ঘ ২৮ বছর পর গেল ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়। এতে নতুন ভিপি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। জিএস হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।