ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৩০৩

ভোলাহাট উপজেলা সমিতির ইফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪০ ৪ এপ্রিল ২০২৪  

ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার দোয়া মাহফিল গত শুক্রবার ঢাকার ক্যাফে প্রেসিডেন্ট পার্ক, মিরপুর-১১তে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আসিক আহমেদ বাপির সঞ্চালনায় এই ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান-প্রধান উপদেষ্টা ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকা এবং চেয়ারম্যান ডাইসিন গ্রুপ,  আলাউদ্দিন আহমদ- উপদেষ্টা, এম কাইউম- উপদেষ্টা, মো. আবুল কালাম আজাদ- সাংগঠনিক সম্পাদক, মোসা. জেসমিন সুলতানাল্ল- মহিলা বিষয়ক সম্পাদিকা, মো. সেলিম রেজা- সহসভাপতি, মো. সানাউল্লাহ সোনা- সিনিয়র সহ অর্থ-সম্পাদক, মো. রাফিজুল ইসলাম অর্থ সহ-সম্পাদক প্রমুখ। 

 

এছাড়া মো. রবিউল ইসলাম- দপ্তর সম্পাদক, মো. তাসেম আলী- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মো. রবিউল হক- প্রচার প্রকাশনা সম্পাদক, মো.  বি সিদ্দিক- প্রচার প্রকাশনা সহসম্পাদক, মোশহিদুল্লাহ-উন্নয়ন প্রশাসন বিষয়ক সম্পাদক, মো. আবু সায়েম- প্রচার প্রকাশনাসহ সম্পাদক,  এস রিপন-সাহিত্য সংস্কৃতি সহ-সম্পাদক আরো অনেকে হাজির ছিলেন।

 

সমিতির সাধারণ সম্পাদক আসিক আহমেদ বাপি স্বাগত বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন মোসা. জেসমিন আক্তার-মহিলা বিষয়ক সম্পাদিকা, মো- আবুল কালাম আজাদ- সাংগঠনিক সম্পাদক। এরপর বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান। ইফতার দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এবং সমিতির নেতৃবৃন্দ।

 

সমিতির পক্ষ থেকে সম্মানিত সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্যবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।