ঢাকা, ১৪ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
good-food
১৪৩৬

মাফ চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েই সাংবাদিকের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৭ ৩০ মে ২০২০  

নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দুই ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। 
 শনিবার রাত দেড়টার (শুক্রবার দিবাগত রাত) দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন ‘

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর