ঢাকা, ১৩ আগস্ট বুধবার, ২০২৫ || ২৮ শ্রাবণ ১৪৩২
good-food
৮৯৬

মিশরে পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে বোমা বিস্ফোরণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৬ ২০ মে ২০১৯  

মিশরের বিখ্যাত গিজা পিরামিডের কাছে রোববার পর্যটকবাহী বাস মাটিতে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির বিস্ফোরণ ঘটে। এতে দক্ষিণ আফ্রিকার নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল নিরাপত্তা সূত্রে জানা গেছে, গিজা দিয়ে বাসটি যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি গাড়িতে এক মিশরীয়ও আহত হয়।

তারা আরো জানায়, এই ঘটনায় ১৭ জন আহত হয়েছে। তবে তাদের পরিচয় জানানো হয়নি। এই ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, এই বাস বিস্ফোরণে পর্যটক দলটির সঙ্গে থাকা তাদের জন নাগরিক আহত হয়েছেন। পর্যটক দলটির সঙ্গে ২৮ আফ্রিকান নাগরিক ছিলেন।

নিরাপত্তা সূত্র জানায়,   ‘ একটি শক্তিশালী বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে গেছে। এতে দক্ষিণ আফ্রিকার ২৫ পর্যটক ছিলেন। একটি প্রাইভেট কারে চারজন মিশরীয় পর্যটক ছিলেন। বিস্ফোরণে কারের জানালাও ভেঙে গেছে।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর