ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
১০৪২

শরিকরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে : নাসিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৩ ২৯ জানুয়ারি ২০১৯  

মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, উপজেলা নির্বাচনে ১৪ দলের শরিকরা আলাদাভাবে অংশ নেবে। এ নির্বাচন জোটবদ্ধভাবে করার কোনো সুযোগ নেই। পাশাপাশি ১৪ দলের শরিকরা সংসদেও বিরোধী দলের ভূমিকা পালন করবে।

মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ‘সৈয়দ আশরাফুল ইসলাম’- এর শোকসভায়  তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের শরিকরা সংসদের ভিতরে ও বাইরে অনানুষ্ঠানিকভাবে সরকারের যে কোনো কার্যক্রমের সমালোচনা করবে। এ দেশে সরকার চলবে মুক্তিযুদ্ধের চেতনায়। আর বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের চেতনায়।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপেত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।