ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
৬৫৮

শিক্ষার্থীদের সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৮ ২৭ অক্টোবর ২০২০  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সশরীরে উপস্থিতির মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ও পদ্ধতি সম্পর্কে  কোনো সিদ্ধান্ত হয়নি।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক জানান, শিক্ষা পরিষদের সভায় ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে উপস্থিতির মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা কত নম্বরের হবে এবং ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


তিনি জানান, শিক্ষকরা মতামত দিয়েছেন- একটি অনুষদের পরীক্ষা যদি পাঁচদিন বসেও নিতে হয় তাও নেয়া হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সপ্তাহে একদিন ছুটির দিনে পরীক্ষা নিতে হয় তাহলেও আমরা চেষ্টা করবো। কিন্তু ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেয়া হবে না।