ঢাকা, ২৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ১৩ মাঘ ১৪৩২
good-food
৮৬৭

শিগগির নবম ওয়েজ বোর্ডের ঘোষণা: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ১৬ জুন ২০১৯  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি নবম ওয়েজ বোর্ডের বিষয়টি আর ঝুলিয়ে রাখতে চাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগির নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।

রোববার ওয়েজ বোর্ড প্রণয়ন কমিটি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভায় সভাপতিত্ব করেন কাদের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান।

সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর