ঢাকা, ১৪ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ৩০ শ্রাবণ ১৪৩২
good-food
৭০৫

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ২০ ডিসেম্বর ২০১৯  

দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো ক’দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এদিন সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর