ঢাকা, ১০ আগস্ট রোববার, ২০২৫ || ২৬ শ্রাবণ ১৪৩২
good-food
৬৩৯

শৈত্যপ্রবাহ কেটেছে, তবে...

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১২ ৬ ফেব্রুয়ারি ২০২১  

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ ছয় বিভাগের দু’এক জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর আগামী তিনদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

 

এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। কোনো স্থানের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে না। এটি কেটে গেছে।

 

ফলে জনজীবনে স্বস্তি ফিরেছে। কিন্তু এখন দুর্ভাবনার সৃষ্টি করেছে ঝড়-বৃষ্টি। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গেল কয়েক দিনে দেশের প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে।

 

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর