ঢাকা, ১৭ আগস্ট রোববার, ২০২৫ || ২ ভাদ্র ১৪৩২
good-food
৮০৪

শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ৬ ফেব্রুয়ারি ২০১৯  

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, বরিশাল ভোলা জেলার ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর এ কথা জানিয়েছে।

আবওহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৮৪ শতাংশ। এদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা টা ৪৮ মিনিটে।  বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর