ঢাকা, ১৭ আগস্ট রোববার, ২০২৫ || ২ ভাদ্র ১৪৩২
good-food
১৯১২

সবুজের সমারোহ বাড়াতে দিল্লীর সরকারের অভিনব উদ্যোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৯ ২৮ জানুয়ারি ২০১৯  

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ ব্যাপকভাবে কমাতে রাজধানীতে সবুজের সমারোহের হার ২২ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে দিল্লী সরকার। 
সোমবার সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।
সরকারের ঊধ্র্বতন মুখপাত্র বলেন, রাজ্য সরকারের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এ্যাকশন প্লানের আওতায় রাজধানীতে সবুজের সমারোহের পরিধি বাড়াতে ১০ লাখেরও বেশি গাছের চারা রোপণের পরিকল্পনা নেয়া হয়েছে। 
এছাড়া আসছে মার্চের মধ্যে দিল্লির সড়কে পরিবেশবান্ধব সিএনজি বাসের সংখ্যা বৃদ্ধি পাবে। সেইসঙ্গে সৌরবিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা ৮৮ মেগাওয়াট থেকে ১৫০ মেগাওয়াটে উন্নীত করা হবে। 
দিল্লী সরকার এ লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। 
মুখপাত্র বলেন, সড়ক ও শপিংমলে জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থাপনায় প্রায় ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়েরও প্রস্তাব দেয়া হয়েছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর