ঢাকা, ০৬ আগস্ট বুধবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৩১০

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৮ ১৩ ডিসেম্বর ২০২২  

প্রায় দুই সপ্তাহ ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। দিনের তাপমাত্রাও কমে ২৭ থেকে ২৯ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

 

জেলায় সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে।  শীত নিয়ে এখনও তেমন দুর্ভোগ দেখা যায়নি। 

 

আবহাওয়া অফিস জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও ডিম্বেরের মাঝামাঝি থেকে বাড়তে পারে শীতের তীব্রতা।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর