ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৮৪০

সহস্রাধিক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৯ ২১ জানুয়ারি ২০১৯  

বেসরকারি স্কুল কলেজে শূন্যপদে নিয়োগ পাওয়া হাজার ২৯ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) গেল রোববার মাউশিতে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এমপিওভুক্তির জন্য স্কুল কলেজের হাজার ২৯ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। বরিশাল অঞ্চলে ৩৯, চট্টগ্রাম ৬৫, কুমিল্লা ৪৭, ঢাকা ২১০, খুলনা ১১৩, ময়মনসিংহ ১৫২, রাজশাহী ১৪৭, রংপুর ১৪৮ এবং সিলেট অঞ্চলে ১৯ জন এ তালিকায় আছে। এছাড়া অফলাইনে আবেদন করা ৮৯ শিক্ষক এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক . সৈয়দ মো. গোলাম ফারুক। এতে অধিদফতরের দুজন ও মাদরাসা অধিদফতরের একজন পরিচালক, শিক্ষা অধিদফতরের নয় আঞ্চলিক উপ-পরিচালক শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০জন কর্মকর্তা ছিলেন। এছাড়া নিয়োগ কমিটির সদস্যরা ছিলেন।