ঢাকা, ২৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ১৩ মাঘ ১৪৩২
good-food
৮৬৪

সাংবা‌দিক আজাদ হোসেন সুমন আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৪ ১৮ ডিসেম্বর ২০১৯  

কৃতি সাংবাদিক আজাদ হোসেন সুমন আর নেই। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিট দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার ও ডিআরইউ সাবেক নেতা আজাদ হোসেন সুমন রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 
উল্লেখ্য, এর আগে আজাদ হোসেন সুমন দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘকাল ধরে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। একজন প্রতিষ্ঠিত ক্রাইম রিপোর্টার হিসেবে তার সুনাম রয়েছে।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির জনকল্যান সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তার মৃতু্যতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারন সম্পাদক দীপু সারোয়ার গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার সকাল ১১টায় সুমনের লাশ ডিআরইউ চত্বরে আনা হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। এরপর নামাজে জানাজা শেষে তাকে পারবারিক গোরস্থানে দাফনের জন্য গ্রামের বাড়িতে নেয়া হয়।  

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর