ঢাকা, ১০ আগস্ট রোববার, ২০২৫ || ২৬ শ্রাবণ ১৪৩২
good-food
৭৯৯

সিরাজগঞ্জে বিরল প্রজাতির শকুন উদ্ধার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ২২ ডিসেম্বর ২০২০  

সিরাজগঞ্জের বেলকুচি থেকে বিরল প্রজাতি হিমালায় গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পরিবেশবাদী সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউস’র সদস্যরা উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়েনের বিশ্বাসবাড়ী উত্তরপাড়া থেকে শকুনটি উদ্ধার করেন।

দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, বিকাল ৩টার দিকে ওই এলাকায় শকুনটি হাঁটছিল। তা দেখে স্থানীয় দোকানদার মনিরুল সেটি ধরে বেঁধে রাখেন। পরে বিষয়টি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন এবং রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির আমাকে শকুন আটকের বিষয়টা মোবাইলে অবহিত করে উদ্ধারের নির্দেশ দেন। 

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। তিনি জানান, এর আগেও সলঙ্গা থেকে একই প্রজাতির আরেকটি শকুন উদ্ধার করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি এটি দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হবে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর