ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
৩৫৬

সিলেটে স্বস্তির বৃষ্টি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৩ ১৮ এপ্রিল ২০২৩  

টানা ১৪ দিন যাবত সারাদেশে টানা তাপপ্রবাহ চলছে।  সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন প্রায় ওষ্ঠাগত। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গরমের কারণে হাঁসফাঁস করছে দেশের মানুষ। বৃষ্টির জন্য প্রার্থনা করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইস্তেস্কার নামাজ পড়েছেন সাধারণ মানুষ।

 

এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটের কোম্পানীগঞ্জে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি। আগেই আবহাওয়া অফিস জানিয়েছিল, সিলেটে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

 

হঠাৎ বৃষ্টিতে বাজার এলাকায় বয়সভেদে অনেককে রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। কোম্পানীগঞ্জের ছেলে এহসানুল হক পারভেজ বলেন, ‘ঢাকায়ও প্রচণ্ড গরম রেখে এসেছি। বাড়িতে এসে দেখি একই অবস্থা। যাক বাড়ি এসে বৃষ্টির দেখা মিলল। খুব স্বস্তি লাগছে।’

 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। 

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর