ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
৫০৮

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০২ ১৬ নভেম্বর ২০২১  

দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৩১০ পর্যটক নিয়ে যাত্রা শুরু করে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। দুপুর ১২টায় সেন্টমার্টিন ঘাটে পৌঁছে জাহাজটি। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের অভিজাত জাহাজ কেয়ারি ট্যুরস অ্যান্ড লিমিটেডের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, করোনাভাইরাসের সংক্রমণ, জেটি সংস্কারসহ বিভিন্ন কারণে পর্যটক মৌসুম শুরু হলেও প্রশাসনের অনুমতি না থাকায় জাহাজ চলাচল বন্ধ ছিল। প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ধাপে ধাপে এ মাসে আরো জাহাজ চলবে।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর