ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২
good-food
২৪০

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ১৭ মে ২০২৪  

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে অভিনন্দন জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এ সময় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, সাবেক ছাত্রনেতৃবৃন্দ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি দলের ইতিহাস তুলে ধরেন। দিবসটি উপলক্ষ্যে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।