ঢাকা, ০৪ মে রোববার, ২০২৫ || ২১ বৈশাখ ১৪৩২
good-food
৫৭৮

হাতিকে উত্ত্যক্ত করতে নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৩ ৮ সেপ্টেম্বর ২০২১  

ভারতের আসমে চা-বাগানের ভেতর দিয়ে একদল হাতি সেখানে জাতীয় সড়ক পার হয়ে অন্যদিকে যাচ্ছিল। বিশাল সেই বন্যহাতির দলটি খুব শান্তভাবে পার হওয়ার সময় স্থানীয় অসংখ্য মানুষ দলটিকে উত্ত্যক্ত করছিল।

 

অসমের গোলাঘাট এলাকায় রোববার বিকেলে হাতির দলটিকে উত্ত্যক্ত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। সেই ভিডিওতে দেখা যায় হাতিদের উত্ত্যক্তের একটা সময় এক হাতি ধাওয়া করে মানুষকে।

 

ভিডিওতে দেখা যায়, হাতির দলটির অধিকাংশই রাস্তা পার হওয়ার পর একটি বড় হাতি পার হচ্ছিল। কিন্তু উত্ত্যক্তের একপর্যায়ে সহ্যসীমা ছাড়িয়ে গেলে হাতিটি ধাওয়া দেয় স্থানীয়দের। ধাওয়া খেয়ে ছুটে পালায় লোকজন।

 

পালানোর সময় এক যুবক তাড়া খেয়ে পড়ে যান রাস্তার পাশে। এরপর হাতিটি যুবকটিকে পা দিয়ে বারবার পিষ্ট করে।ঘটনাস্থলেই নিহত হন সেই যুবক।

 

জানা গেছে, যুবকের নাম পাস্কাল মুন্ডা। তিনি অসমের নুমালিগড়ের মরঙ্গি চা-বাগানের বাসিন্দা। রোববার বিকেলে হাতির দল চা-বাগানসংলগ্ন ৩৯ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে যাচ্ছিল। ভিডিওতে দেখা যায়, হাতির দলটিকে উত্ত্যক্ত করা বেশির ভাগই লোকই বয়সে একেবারে তরুণ।