ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
১৯১

হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা চাওয়ায় বিতর্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫১ ৭ সেপ্টেম্বর ২০২৪  

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

 

বিভ্রান্তির সূত্রপাত ঘটেছে রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনা থেকে। ২৭ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় কর্মরত হিন্দু সম্প্রদায়ের যুগ্ম সচিব এবং সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু এতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ করা হয়নি, ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে একটি সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে প্রেরিত চিঠিতে দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপনের বিষয়টি উল্লেখ না করায় বিভ্রান্তি হয়েছে।

 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মন্ত্রণালয় এই প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।