ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১
good-food
২৯৮

২০২৪ এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ৭ জুলাই ২০২৩  

আগামী বছরের (২০২৪ সালের) এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিলেবাস প্রকাশ করা হয়।

 

এতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে পূর্ণ নম্বরে হবে প্রতিটি বিষয়ের পরীক্ষা এবং সময়কাল হবে তিন ঘণ্টাই।


এছাড়া, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

এর আগে, গত ২০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়েছিল, ২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের (২০২৩ সাল) এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

শিক্ষা বিভাগের পাঠকপ্রিয় খবর