ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৫১৬

৮ জুন থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৫ ২ জুন ২০২১  

বর্তমানে ট্রেনর   টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে  আগামী ৮ জুন থেকে কাউন্টারেও ট্রেনের টিকিট পাওয়া যাবে। একই সাথে আগামী সপ্তাহ থেকে আরো কয়েক জোড়া আন্ত:নগর ট্রেন চালু করা হবে। 

মঙ্গলবার কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত  নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে। 


এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে জানান, করোনাকালে সরকারি নির্দেশনা অনুসারে  যাত্রীবাহী ট্রেন ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। এখন টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগামী ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর