ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৪২

অনলাইনে একাদশের ক্লাস শুরু: মফস্বলে খবর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৯ ৪ অক্টোবর ২০২০  

অনলাইনে ২০২০-২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রবিবার সকালে ঢাকা কলেজে উপস্থিত থেকে এ অনলাইন ক্লাস উদ্বোধন করেন।

 

অনলাইনে ক্লাস শুরু হলেও  চলমান করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশির ভাগ শিক্ষার্থীর  অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মফস্বলের কলেজগুলোর অনলাইন ক্লাসের ব্যাপারে কোনো প্রস্তুতি নেই বললেই চলে।

 

আমাদের মফস্বলের সংবাদদাতারা জানান, একাধিক কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থীরই অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস নেই। দীর্ঘ সময় ক্লাস করতে যে পরিমাণ ইন্টারনেট ডাটা থাকা দরকার, তা কেনার সামর্থ্যও বেশির ভাগ শিক্ষার্থীর নেই। এ ছাড়া ইন্টারনেটের উচ্চমূল্য ও গতি দুর্বল থাকায় অনেকের পক্ষে অনলাইন ক্লাসে অংশ নেওয়া সম্ভব নয়।

 

জানা যায়, মফস্বলের যেসব শিক্ষার্থী রাজধানী ঢাকাসহ বিভাগীয় বা জেলা শহরের কলেজে ভর্তি হয়েছে তারাও বর্তমানে গ্রামেই অবস্থান করছে। ফলে তাদের বেশির ভাগের পক্ষে অনলাইন ক্লাসে অংশ নেওয়া সম্ভব হবে না। আবার কারো সামর্থ্য থাকলেও ইন্টারনেটে গতি না থাকলে ক্লাস করতে পারবে না শিক্ষার্থীরা।