ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৩৭

অ্যাম্বুলেন্সে বসেই পরীক্ষা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৯ ৯ এপ্রিল ২০১৯  

অ্যাম্বুলেন্সের ভেতরে বসেই এইচএসসি পরীক্ষা দিলেন লুশি।

গতকাল রোববার ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন তিনি।

মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী গ্রামের মোতালেব হোসেন ব্যাপারীর মেয়ে লুশি। শুকুর মামুদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিষয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

বাড়ির সামনে গোপালদী-বেলেশ্বর আঞ্চলিক সড়কে হাঁটাহাঁটি করছিলেন লুশি। তখন বেপরোয়া গতির একটি নছিমন তাঁকে ধাক্কা দেয়। সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় ও পায়ে মারাত্মক আঘাত পান। তাঁকে দ্রুত ফরিদপুর মেডিক্যালে নেয়া হয়।

কিন্তু গতকাল পরীক্ষা দিতে না পারলে তাঁর একটি বছর নষ্ট হয়ে যেত। তাই আহত অবস্থায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন লুশি। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজির হোসেনের কাছে অ্যাম্বুলেন্সে বসে পরীক্ষা দেয়ার আবেদন করেন। তাতে সাড়া দিয়ে ব্যবস্থা নেন মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রসচিব ও মধুখালী সরকারি আয়েনউদ্দিন কলেজের অধ্যক্ষ নাজমুল হক।

 

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে বসেই ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন লুশি। পরীক্ষার পর সন্তোষ জানান। বলেন, আগে পড়াশোনা ভালো করেছি। পরীক্ষাও ভালো হয়েছে। এভাবে পরীক্ষা দেয়ার ব্যবস্থা না হলে আমার জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যেত।’