ঢাকা, ০৫ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২২ পৌষ ১৪৩২
good-food
৪৫৪

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ১৮ ডিসেম্বর ২০২৩  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৭ ডিসেম্বর দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলের সভাপতি নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন বলে তিনি জানান। 
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন ।


এ সময় ওবায়দুল কাদের প্রার্থীদের আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান । তিনি জানান, ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করবে আওয়ামী লীগ।

 

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ  উপস্থিত ছিলেন।