ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬২০

আগামী সপ্তাহেই বাড়বে শীত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪০ ২৭ নভেম্বর ২০২০  

হঠাৎ করেই  অগ্রহায়ণের শুরু থেকে দেশে বাড়তে শুরু করেছে শীত। পঞ্জিকা অনুযায়ী শীত আসতে দু সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ বিরাজ করছে। প্রতিদিন আস্তে আস্তে তাপমাত্রা কমছে। উত্তরের জেলা তেতুলিয়ায় তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

 

এখন প্রকৃতিতে ভোরের কুয়াশা, হিমেল হাওয়া, সকালের মিষ্টি রোদ। শীতের আমেজের সঙ্গে শীতের পিঠাপুলি ও সবজি এখন মিলছে রাস্তার মোড়ে-বাজারে। 

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাঝ অগ্রহায়ণে কয়েকদিন ঊর্ধ্বাকাশে মেঘের আনাগোনা বাড়বে। মেঘ কেটে গেলেই শীত বাড়তে পারে।

 

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, 'ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। শনিবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এসময় শীতের অনুভূতি বাড়বে।'

 

তিনি জানান, ডিসেম্বর-জানুয়ারিতে শীতের তীব্রতা থাকবে। এখন শীতের আমেজ থাকবে অঞ্চল ভেদে। রাজধানীতেও মাঝে মাঝে ঠাণ্ডা অনভূতি বাড়বে। 

 

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।