ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
৫৩১

আগুনে দগ্ধ সাংবাদিক নান্নু চলে গেলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪০ ১৩ জুন ২০২০  

 

বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল শুক্রবার ভোর রাতে রাজধানীর বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের নিজ বাসায় আগুন লাগলে তাতে দগ্ধ হন সাংবাদিক নান্নু। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালীও কিছুটা ক্ষতিগস্ত ছিল। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এর আগে গত জানুয়ারি মাসে একই বাসায় অগ্নিকাণ্ডে তার একমাত্র ছেলের মৃত্যু হয়।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর