ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৭৬

আবার জ্বলছে আমাজন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২২ ১৮ আগস্ট ২০২০  

আবারও আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজনে। পৃথিবীর ফুসফস বলে পরিচিত এই বনের ১০ হাজারের বেশি জায়গায় জ্বলতে দেখা গেছে।

ডয়েচে ভেলে জানায়, আন্তর্জাতিক মহলের দাবি ছাড়াও খোদ ব্রাজিল প্রশাসনই আমাজনের বিভিন্ন স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করেছে।

অবশ্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনেরোর ভাষ্য, ট্রপিকেল রেইন ফরেস্টে আগুন ধরে না। তাই আমাজন জ্বলছে এই কথাটা পুরোপুরি মিথ্যা।

এর মধ্যে আমাজন অরণ্যে গাছ কাটা এবং নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের রোষের মুখে পড়েছে ব্রাজিল সরকার।

গত নয় বছরের মধ্যে ২০১৯ সালের আগস্টে আমাজনে আগুনের ভয়াবহতা ছিলো সবচেয়ে বেশি। তবে এ বছরের আগস্টে আগুনের যে অবস্থা তা গত বছরের ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে বলে আশংকা বিশেষজ্ঞদের।

দেশটির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইনপে বলছে, আগস্টের প্রথম ১০ দিনে ১০ হাজার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে, এক বছর আগে এই সময়ে এর ১৭ শতাংশ স্থানে আগুন জ্বলেছিল।

ছবিতে দেখা যায়, কোনো কোনো এলাকায় আদিবাসীদের ঘরের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।

রনদোনিয়া রাজ্যের পোর্তো ভেলহোর কাছে একটি স্থানে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলবাহিনীর কর্মীরা। 

বিশেষজ্ঞরা বলছেন, আগুনের প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিক আগুন নয়, অর্থাৎ প্রকৃতির সৃষ্ট নয়। অবৈধভাবে জমি দখল, কৃষিকাজ, জমি পরিষ্কারের জন্য বনে আগুন লাগিয়েছে মানুষ।

২০১৯ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত আমাজনে যে ভয়াবহ আগুন লেগেছিল, তার ধোঁয়া আমাজন থেকে হাজারো কিলোমিটার দূরের রাজধানী সাও পাওলো পর্যন্ত পৌঁছে গিয়েছিল।