ঢাকা, ২৮ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৩৫

আবার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী,`আফটার শক` বলছেন আবহাওয়াবিদরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৮ ২৭ নভেম্বর ২০২৫  

ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।

আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, “সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।”

সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চার বার ভূ-কম্পন অনুভূত হয়।

গত শুক্রবার নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।

পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুই বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।