ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৮৭৯

আর কোন চাওয়া নেই আমার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১০ ২০ মার্চ ২০১৯  

আজ একটা বিশেষ দিন। আমার বহু বছরের স্বপ্ন পূরণ হল। আমি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলাম।

 

আমি তখন মেডিকেল থার্ড ইয়ারে পড়ি। কমিউনিটি মেডিসিনে আমাকে ম্যাডাম ভাইভায় জিজ্ঞেস করলেন, 'বল তো, ম্যালারিয়া কোথায় বেশি হয়?'

আমি বললাম, 'বান্দরবান'।

তিনি আবার জিজ্ঞাসা করলেন, 'বান্দরবান কোন দিকে?'

আমি বললাম,' উত্তর দিকে'।

ম্যাডাম ক্ষেপে গিয়েই বের করে দিলেন আমাকে।

আমার বন্ধুরা আমাকে ক্ষেপিয়েই বাঁচে না। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা নাকি এরকম-ই হয়। বাংলাদেশ সম্পর্কে জ্ঞান আমার শূণ্য। দেশের ঢাকা-খুলনা ছাড়া তেমন কোথাও যাই ও নি। নিজেই লজ্জিত হয়ে গেলাম।

 

ম্যাপ নিয়ে বসলাম। দেশের ভৌগোলিক অবস্থান, জেলা, উপজেলা সম্পর্কে জানা শুরু করলাম। যতই জানলাম ততই দেখতে ইচ্ছা করল নিজের চোখে। তখন ই প্রতিজ্ঞা করলাম আমি ৬৪ জেলাতে যাবই।

 

ব্যাপারটা যে এত কঠিন হবে তা ভাবিনি। ভেবেছিলাম এমন কি!  কিন্তু মেডিকেলের ছুটিগুলোতে বাসায় না গিয়ে টানা ৬-৭ দিন ঘুরেও দেখার জায়গা শেষ হত না। এত সুন্দর আমাদের দেশ!

২০১৬তে আমার সুইস বান্ধবী আসল,ওকে নিয়ে টানা এক মাস দেশের বিভিন্ন জায়গায় গেলাম, বরিশাল, কুয়াকাটা, কক্সবাজার, সেইন্টমার্টিন, পানাম সিটি, সুন্দরবন, বাগেরহাট, টাংগুয়া - তাও দেখা শেষ হল না! পড়াশোনার চাপে ব্যস্ত হয়ে গেলেও সাজেক, মারমা পাড়া, নাফাখুম, কেওক্রাডং, তিনাপ সাইতার সহ বিভিন্ন জায়গায় ফাঁক পেলেই দৌড় দিতাম।

 

এরপরে ২০১৭তে বাইক নিয়ে 'নারীর চোখে বাংলাদেশ' প্রজেক্ট শুরু করলাম। তখন আমার প্রায় ৩৫টার মত জেলায় ভ্রমণ শেষ।২০১৮তে বেড়ে ৫৩ হল।

 

এই ২০১৯ এ ১২ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি তে টানা ১৭টা জেলায় গিয়েছি। আগে কিছু জেলাতে ভ্রমণ করা হয়েছিলই। জেলার সংখ্যা দাঁড়াল ৬৩!

 

কিশোরগঞ্জে পদার্পণের মধ্য দিয়ে ৬৪তম জেলায় আসলাম আমি।

 

খুব শান্তি লাগছে।জীবনে ডাক্তার যেমন হতে চেয়েছিলাম, ঠিক এক ই রকম দেশের ৬৪টা জেলায় যাওয়া আমার স্বপ্ন ছিল। আজ মনে হচ্ছে,আমি মরে গেলেও আমার কোনই দুঃখ নেই। এক জীবনে অনেক পেয়েছি। আর কোন চাওয়া নেই আমার!