ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
good-food
২৬৪

আসছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০৮ ১৮ আগস্ট ২০২৩  

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চালু করতে যাচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স। এ সুবিধার ফলে গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড সঙ্গে রাখার ঝামেলা পোহাতে হবে না।

 

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এ ই-ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কার্ড বহনের ঝামেলা করতে হবে না। স্মার্টফোনে কিউআর কোডের মাধ্যমে ই-ড্রাইভিং লাইসেন্স দেখালেই পুলিশি ঝামেলার সমাধান মিলবে।
 
 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিআরটিএ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকরা ড্রাইভিং লাইসেন্সের ন্যায় স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করতে পারবে। যা কিউআর কোডের মাধ্যমে যাচাই করা যাবে।