ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৯৭

আসন্ন ঈদে অতিরিক্ত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২১ ১৪ মে ২০১৯  

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যশোরে ২৯টি, সৈয়দপুরে ২১টি, রাজশাহীতে ৭টি, বরিশালে ৩টি এবং চট্টগ্রামে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

 নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে চারটি, যশোরে দু’টি, কক্সবাজারে দু’টি, সৈয়দপুরে দু’টি, সিলেটে তিনটি, রাজশাহীতে একটি এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বরিশালে। বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের  মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) কামরুল ইসলাম বলেন, ‘ঈদ  উৎসবে শামিল হতে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপনকে প্রাণবন্ত করতে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম রুটে অধিক সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।’