ঢাকা, ০৩ আগস্ট রোববার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
৪৮১

আড়াই বছর পর বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত ভুটান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৩ ২৪ সেপ্টেম্বর ২০২২  

মহামারি করোনাভাইরাসের কারণে আড়াই বছর বন্ধের পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলল ভুটান। শনিবার থেকে বিদেশি পর্যটকদের ঢুকতে দিচ্ছে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ ভুটান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।


তবে বিদেশি পর্যটকদের দৈনিক ফি ৬৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করেছে ভুটান সরকার। তিন দশক ধরে প্রতিদিন অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে ৬৫ ডলার করে পর্যটন কর নিত দেশটি।

 

যদিও ভারতীয়দের জন্য এই ফি এক হাজার ২০০ রুপি নির্ধারণ করেছে ভুটান সরকার। করোনার আগে ভারতীয়দের ভুটানে অবস্থানের জন্য আলাদা ফি দেওয়া লাগত না।


২০২০ সালের মার্চে প্রথম করোনা শনাক্তের পর বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে আট লাখেরও কম জনসংখ্যার দেশটি। কড়াকড়ির কারণে দেশটিতে করোনা তেমনভাবে আঘাত হানতে পারেনি। মাত্র ২১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছিলেন ৬১ হাজারের কিছু বেশি মানুষ।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর