ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৬৫৪

ঈদের দিন হতে পারে বৃষ্টি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২০ ৩০ মে ২০১৯  

চাঁদ দেখা সাপেক্ষে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বা জুন। দু’দিন ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২/৩ দিনের মধ্যেই মৌসুমের তৃতীয় তাপপ্রবাহ বন্ধ হবে। এর পর থেকে বৃষ্টি নামবে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, গেল রোববার তাপপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার নাগাদ তা অব্যাহত থাকবে। এরপর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাতা কমবে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, প্রাক বর্ষায় বৃষ্টি কম হলে তাপমাত্রা বেড়ে যায়। জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নিয়ে বর্ষার আগমন ঘটবে। সেক্ষেত্রে তাপপ্রবাহ কেটে যাবে। এবার ঈদের সময় রাজধানীসহ অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ় শ্রাবণ মাস মিলে বর্ষাকাল। সেই হিসাবে আষাঢ় শুরু হবে জুন মাসের মাঝামাঝিতে। শ্রাবণ বিদায় নেবে মধ্য আগস্টে। তবে এদেশে বর্ষাকালের হিসাবটা দ্বিগুণ। ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী, বর্ষা ঋতু শুরু হয় জুন, শেষ হয় ৩০ সেপ্টেম্বর।