ঢাকা, ০৬ আগস্ট বুধবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
১০১৬

এইচএসসি’র ৫ দিনের সূচি বদল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ৮ এপ্রিল ২০১৯  

চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষার ৫ দিনের সূচি বদল করা হয়েছে।  

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার জানান, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো হবে ৯ মে বিকেলে।

 

 ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেয়া হবে।

 

এছাড়া ৪ মে এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের বদলে নেয়া হবে  বিকেলে।

 

শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অন্য চার দিনের পরীক্ষা সূচি বদলে দেয়া হয়েছে।

 

বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে। আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।

 

২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল। সেই হিসেবে পরীক্ষার সূচি তৈরি করা হয়েছিল।

 

গেল ১ এপ্রিল শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

 

আগামী ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী এখন তা ১২ মে শেষ হবে।

আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।