ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১৬৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৮ জানুয়ারি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৯ ৩১ ডিসেম্বর ২০২১  

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো: মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক নীতিমালা জারি করা হয়েছে।

 

নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd

 

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ (পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০(দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে।

 

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে। তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

 

অনলাইন ছাড়া অন্য মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে না। আগামী ২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন