ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৮৮

এবার করোনায় আক্রান্ত হলেন যমুনা টিভির সাংবাদিক ও শ্বশুর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০০ ১০ এপ্রিল ২০২০  

ইন্ডিপেনডেন্ট টিভির পর এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন যমুনা টেলিভিশনের এক সংবাদকর্মী।

 

ওই সিনিয়র রিপোর্টার আক্রান্ত হওয়ার পর যমুনা টিভির ৩৪ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে ওই টেলিভিশন কর্তৃপক্ষ।

 

সহকর্মী একজনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বৃহস্পতিবার ওই টেলিভিশন স্টেশনের একাধিক সাংবাদিক জানান।

 

ওই সাংবাদিকসহ তার পরিবারের আরও তিনজনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া গিয়েছিল।

 


পরে নমুনা পরীক্ষার পর তিনি এবং তার শ্বশুর কোভিড-১৯ আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করার কথা জানানো হয়েছে।

 

ওই গণমাধ্যমকর্মী এবং তার শ্বশুর বর্তমানে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

 

ওই সাংবাদিক গত ৬ এপ্রিল সর্বশেষ অফিসে উপস্থিত ছিলেন। তার সংস্পর্শে এসেছেন, এমন ৩৪ জন সংবাদকর্মীর তালিকা তৈরি করে তাদেরকে ‘সেলফ আইসোলেশন’ থাকার নির্দেশ দিয়েছে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ।

 

এর আগে গত ৩ এপ্রিল ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সংবাদকর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর