ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৪৬

এবার নুসরাতের জন্য রাস্তায় প্রতিবন্ধীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ১৫ এপ্রিল ২০১৯  

নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুরা।

সোমবার সকালে পৌরসভার আনোয়ারুল আজীম আলহাজ্ব বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী ) বিদ্যালয়ের শতাধিক  শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে। সকাল  সাড়ে ১০টায় কালীগঞ্জ- মল্লিকপুর সড়কে ফয়লা গ্রামে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

এই সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী, সদস্য সোহেল আহমেদ, শিক্ষক শাহ আলম, অভিভাবক স্বপ্না বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে দাবি জানানো হয়, অতি তাড়াতাড়ি নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া মানববন্ধন থেকে দাবি তোলা হয়, মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষকের ব্যবস্থা করতে হবে।