ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৩১৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৫ ২৮ সেপ্টেম্বর ২০২১  

চলতি বছরের এসএসসি ও এইচএসসি সময়সূচি চূড়ান্ত করে আজ সোমবার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এই সময়সূচি আজ সোমবার প্রকাশ করা হয়।

 

পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এমসিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

 

সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র এবং বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ, সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে। সকাল সোয়া ১০টায় বহুনির্বাচনি উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

 

দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি (ওএমআর শিট) বিতরণ, দুপুর সোয়া ২টায় ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

 

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে।

 

২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

 

প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বর প্রদান করে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে নম্বরগুলো ২৮ নভেম্বরের মধ্যে এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

 

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

 

পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না।

 

কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব ফিচার ফোন (স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন।

 

সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।

 

এসএসসি পরীক্ষার সময়সূচি

এসএসসির সময় সূচিতে জানানো হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকাল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

প্রথম দিন ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)।

১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়)।

 

১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)।

২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ।

 

২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত (তত্ত্বীয়), জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং।

২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এইচএসসি পরীক্ষার সময়সূচি

২ ডিসেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকেলে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (জীব বিজ্ঞান), খাদ্য ও পুষ্টি প্রথম পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র।

 

৫ ডিসেম্বর সকালে যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে হিসাব বিজ্ঞান প্রথম পত্র।

৬ ডিসেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান), খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।

 

৭ ডিসেম্বর সকালে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং বিকেলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র।

৮ ডিসেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকেলে শিশু বিকাশ প্রথম পত্র, উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র।

 

৯ ডিসেম্বর সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র এবং বিকেলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র।

১২ ডিসেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে শিশু বিকাশ দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।

 

১৩ ডিসেম্বর সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র এবং বিকেলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র।

১৫ ডিসেম্বর সকালে জীব বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র এবং বিকেলে গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র।

 

১৯ ডিসেম্বর সকালে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং বিকেলে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র।

২০ ডিসেম্বর সকালে জীব বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এবং বিকেলে গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র।

 

২১ ডিসেম্বর সকালে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এবং বিকেলে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র।

২২ ডিসেম্বর সকালে ভূগোল (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকেলে আরবি প্রথম পত্র।

 

২৩ ডিসেম্বর সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি দ্বিতীয় পত্র।

২৭ ডিসেম্বর সকালে অর্থনীতি প্রথম পত্র এবং বিকেলে ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাক শিল্প (তত্ত্বীয়) প্রথম পত্র।

২৮ ডিসেম্বর সকালে সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র এবং বিকেলে ক্রীড়া তত্ত্বীয় প্রথম পত্র।

 

২৯ ডিসেম্বর সকালে অর্থনীতি দ্বিতীয় পত্র এবং বিকেলে ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাক শিল্প (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।

৩০ ডিসেম্বর সকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং বিকেলে ক্রীড়া তত্ত্বীয় দ্বিতীয় পত্র।