ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬৩৫

এসএসসি-সমমান পরীক্ষা শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:২৭ ২ ফেব্রুয়ারি ২০১৯  

সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। আজ শনিবার প্রথমদিনের পরীক্ষা বাংলা প্রথম পত্র।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়া আজকের পরীক্ষা শেষ দুপুর ১টায়।

 

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।

২০১৮ সালের তুলনায় এবছর এক লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ জন। ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫ জন।

 

এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল ১ লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে।

 

মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২ টি। এছাড়াও বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষাথী রয়েছে।

 

এ বছর প্রশ্ন ফাঁস ঠেকাতে নেয়া হয়েছে সব রকমের পদক্ষেপ। পরীক্ষার্থীদের হলে প্রবেশের নির্দেশ দেয়া হয় পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই।

এছাড়াও পরীক্ষার ২৫ মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয় প্রশ্নপত্রের সেট কোড। আর প্রশ্ন ফাঁসের নামে যেন কোনো অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন / ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানকার নিরাপত্তাসহ পরীক্ষার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি।