ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৯১১

এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ৬ মে ২০১৯  

চলতি বছর এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার জিপিএ- পেয়েছে মোট লাখ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি।
সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ- পেয়েছে লাখ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। অর্থাৎ ছেলেদের চেয়ে জিপি- প্রাপ্ত মেয়েদের সংখ্যা হাজার ৩৭৪ জন বেশি।
এদিন রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলের সার সংক্ষেপ তুলে ধরেন।
এসএসসি সমমানের পরীক্ষায় এবার মোট ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যেও মেয়ের সংখ্যা বেশি।