ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৬৩

এসএসসি’র প্রথম দিনেই বড় ‘ভুল’ করে ফেললেন কেন্দ্র সচিবরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১২ ২ ফেব্রুয়ারি ২০১৯  

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বড় ‘ভুল’ করে ফেললেন কেন্দ্র সচিবরা। কয়েকটি কেন্দ্রে নেয়া হলো ২০১৮ সালের সিলবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা।

 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন মোট ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ভুলের তথ্য জানান কর্মকর্তারা।

 

সারাদেশে শনিবার একযোগে শুরু এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা।

 

চট্টগ্রামের ৭ টি কেন্দ্রের পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের মাদারীপুরের কালকিনিতে একটি, মুন্সীগঞ্জে একটি এবং নেত্রকোনার একটি কেন্দ্রেও এ ধরনের ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

 

চট্টগ্রামে যে ৭ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেগুলো হল : নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

 

এর মধ্যে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তারা।

 

অন্য ৬ কেন্দ্রে কতজন পরীক্ষার্থী এই ভুলের শিকার হয়েছে, তা জানাতে পারেনি শিক্ষা বোর্ড।

 

এরই মধ্যে ওই সাত কেন্দ্রে দায়িত্ব পালনকারী কেন্দ্র সচিবদের ‘শোকজ’করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি বলেন, এবার বাংলা পরীক্ষা ২০১৬, ২০১৮ এবং ২০১৯ সালের সিলেবাসের প্রশ্নপত্র অনুসারে হওয়ার কথা। এর মধ্যে ৭ টি কেন্দ্রে কেন্দ্র সচিবদের ভুলে ২০১৯ সালের সিলেবাসে যাদের পরীক্ষা দেয়ার কথা, তাদের মাঝে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। তবে এতে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যবস্থা অবশ্যই করা হবে।  

অবশ্য এ ধরনের ভুল কিভাবে হলো তা বের করে, এ ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি পরীক্ষার্থী ও অভিভাবকদের।