ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
১০৩২

এসএসসির ফল প্রকাশ সোমবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ৩ মে ২০১৯  

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল আগামী মে (সোমবার) ঘোষণা করা হবে।
শুক্রবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আগামী মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।
বছর এসএসসি সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ফেব্রুয়ারি থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হয়।
গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। ফলে এবার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে।