ঢাকা, ০৭ জুলাই সোমবার, ২০২৫ || ২২ আষাঢ় ১৪৩২
good-food
৮১৮

করোনা যুদ্ধে হেরে গেলেন সাংবাদিক মিজানুর রহমান খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২২ ১১ জানুয়ারি ২০২১  

করোনার সঙ্গে দেড় মাস যুদ্ধ করে হেরে গেলেন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

 

মিজানুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের বড় ভাই। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় তাকে ভেন্টিলেটারে নেয়া হয়। রবিবার থেকেই তার স্বাস্থ্যের অবনতি দেখা দেয়।

 

মিজানুর গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে লাইফ সাপোর্টে নেয়া হয়।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর