ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৯৬

করোনা ভাইরাস: বিশ্বজুড়ে অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ করল বিমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ৯ মার্চ ২০২০  

করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের ১০টি রুটে ফ্লাইটের সংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকাব্বির হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, বিশ্বের ১০টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪২টি ফ্লাইট চলাচল করতো। এর মধ্যে ৭৪টি ফ্লাইট কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ৬৮টি ফ্লাইট চলাচল করবে।
এর আগে বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এবার আরো ৯টি রুটে ফ্লাইট কমিয়ে আনা হলো। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।
কত দিন এ সিদ্ধান্ত বহাল থাকবে? জবাবে হোসাইন বলেন, কুয়েত ও কাতার যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সেখানে তাদের কিছু করার নেই। ওই দেশের সরকার নিষেধাজ্ঞা সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হবে।
আর করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী সংখ্যা বাড়লে অন্য রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা আবার আগের মতো বাড়ানো হবে বলে জানান তিনি।