ঢাকা, ০৭ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৮৪৫

কুবি শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৮ ৩ জানুয়ারি ২০১৯  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিলে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সমিতির গঠনতন্ত্র (৭নং ধারা) মতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে। যেখানে ১ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ১ জন, সাহিত্য- সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন এবং কার্যকরী পরিষদ এর সদস্য ৭ জন সদস্য নির্বাচিত হবেন।
 কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সপ্তম কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।

তফসিল অনুযায়ী আগামী ৮ জানুয়ারি থেকে মনোয়নপত্র বিক্রি শুরু করবে নির্বাচন কমিশন। মনোয়নপত্র জমা দেয়া যাবে ১০ জানুয়ারি দুপুর ১২ পর্যন্ত। নির্বাচন কমিশন একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করবে বিকাল ৪ টায়। প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ১৩ জানুয়ারি দুপুর ১২ টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ১৩ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায়।

১৫ জানুয়ারি ভোটগ্রহণ শেষে দুপুর ২ থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে ১৭ জানুয়ারি।