ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৭ শ্রাবণ ১৪৩২
good-food
১৩৭৬

কেন এত টাকা খরচ করে বগি কিনতে হয়?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৩ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

আমরা রকেট তৈরি করতে পারি না, ঠিক আছে। সেই সামর্থ আমাদের নেই। আমরা বিমান তৈরি করতে পারি না, ব্যাপার না। প্রযুক্তিতে ধীরে ধীরে আরো উন্নত হতে হবে আমাদের। 

আমরা গাড়ি তৈরি করতে পারি না। তাতে কী, একদিন আমরাও পারব। আমরা ট্রেনের ইঞ্জিন তৈরি করতে পারি না। পারতেই হবে এমন তো নয় । 

রকেট, বিমান, গাড়ি, ট্রেনের ইঞ্জিন কিছুই বানাতে পারি না। এ নিয়ে কোনো আক্ষেপ নেই। তাই বলে ট্রেনের বগিও বানাতে পারবো না? 

কেন কোটি কোটি টাকা খরচ করে বগি কিনতে হয়? সৈয়দপুরে রেলের এত বড় কারখানা কি শুধুই নাট বল্টু টাইট আর জোড়াতালি দেয়ার জন্য? 

দেশে বগি তৈরি হলে আমদানি উৎসব হবে না, পকেট ভারি করা যাবে না, তো?

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর