ঢাকা, ০৭ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৬৮৫

চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩২ ১০ জানুয়ারি ২০১৯  

নবীন শিক্ষার্থীদের বরণ করেন শিক্ষামন্ত্রী

নবীন শিক্ষার্থীদের বরণ করেন শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া । 

ভালো মানুষ হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, তার জন্য একটি বড় সামজবদ্ধ পরিসর রয়েছে। সেই পরিসর হচ্ছে বাবা-মা। 

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নতুন শিক্ষার্থী তাদের অবশ্যই একজন রোগীকে তার আচার-আচরণে খুবই আন্তরিক হয়ে চিকিৎসা দিতে হবে। তা না হলে যতো ভালো চিকিৎসকই হোক না কেন  ঘাটতি থেকে যাবে।

চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জালাল সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে   জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও শিক্ষার্থীদের পক্ষে নামিয়া নওরিন বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষামন্ত্রী ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।